Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
৩১ জানুয়ারি ভোর থেকে হালদায় অভিযান : ২ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ
Details

আজ (৩১ জানুয়ারি ২০২২) ভোর হতে 'বঙ্গবন্ধু মৎস হেরিটেজ' হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে হালদার হাটহাজারী ও রাউজান উভয় কিনার হতে প্রায় ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারীর নেতৃত্বে মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও সেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করে। 

হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।

Attachments
Publish Date
31/01/2022