গরিব মহিলা রোগীদের জন্য সুখবর!!!
গরিব মহিলা রোগী(জরায়ু বাহির হওয়া) শনাক্তকরণ ও বিনামূল্যে অপারেশনের জন্য রোগী নির্বাচন ক্যাম্পে রোগী দেখবেন অস্ট্রেলীয়া থেকে আগত স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর জুদিত গোহ, ডাঃ বারবারা হল ও ড. জন টেইলার। Hope for Life এর উদ্যোগে এবং ইউ.এস.টি.সি এর গাইনি বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাঃ শিরিন ফাতেমার সরাসরি তত্ত্বাবধানে বিনামূল্যে জরায়ু বের হওয়া রেজিস্ট্রেকৃত ২০০ জন মহিলা রোগীর অপারেশন করা হবে।
তারিখ : ০৯/০৮/২০১৫ খ্রি: রবিবার, সময় : সকাল ৯.০০ টা।
স্থান : মির্জাপুর হাই স্কুল, সরকারহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
যোগাযোগ : আকবর হায়দার চৌধুরী - ০১৭১১-৩৮৭২১৩
: সৈয়দ জাফর হোসেন- ০১৭১২-২৫০৯৫৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস